বঞ্চিত সাড়ে চার হাজার কর্মকর্তার আবেদন
জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদনগুলো জমা পড়েছে।
প্রথম নিউজ, অনলাইন: আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে পদোন্নতিবঞ্চিত হয়ে অবসরে যাওয়া প্রায় সাড়ে ৪ হাজার কর্মকর্তা প্রতিকার চেয়ে আবেদন করেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদনগুলো জমা পড়েছে। আবেদনকারীদের মধ্যে বঞ্চিত মৃত কর্মকর্তার পরিবারের সদস্যরা ওই কর্মকর্তার পক্ষে আবেদন করেছেন। সুপারসিড হওয়া সিনিয়র সচিব ও সচিবদের আবেদনও পাওয়া গেছে। সব কর্মকর্তার কমন দাবি-তারা সিনিয়র অথবা সচিব হতে পারতেন।
ঊর্ধ্বতন কিছু কর্মকর্তা এবং ব্যাচের সহকর্মীদের রোষানলে পড়ে তারা কাঙ্ক্ষিত পদোন্নতি পাননি। তাদের বঞ্চিত করা হয়েছে। এতে তারা মানসিক, অর্থনৈতিক, সামাজিক এবং পারিবারিকভাবে বঞ্চনার শিকার হয়েছেন। তারা ভূতাপেক্ষ পদোন্নতি এবং আর্থিক সুবিধা ফিরে পেতে চান। আবার অনেক কর্মকর্তা পদোন্নতিসহ চাকরিতে ফিরতে আবেদন করেছেন। খবর সংশ্লিষ্ট সূত্রের।