বগুড়ায় তারুণ্যের সমাবেশ শুরু
আজ সোমবার বিকেল ৪টা ৫ মিনিটে এ বগুড়ার সেন্ট্রাল স্কুল মাঠে শুরু হয় ।
প্রথম নিউজ, বগুড়া: বিএনপির তিন অঙ্গ সংগঠন যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বগুড়ায় তারুণ্যের সমাবেশ শুরু। আজ সোমবার বিকেল ৪টা ৫ মিনিটে এ বগুড়ার সেন্ট্রাল স্কুল মাঠে শুরু হয় । সেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে ও যুবকদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা হিসেবে বক্তব্যে দিবেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। এছাড়া সমাবেশে বিএনপির তিন সংগঠনের কেন্দ্রীয় বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
সমাবেশেকে ঘিরে আসা নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। উত্তরাঞ্চলের দুই বিভাগ রংপুর ও রাজশাহীর ১৬ জেলার নেতাকর্মীরা যোগ দিবে এই সমাবেশ। বিএনপির গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তরুণ ভোটারদের অংশ নেয়ার জন্য উজ্জীবিত করতেই এই কর্মসূচি পালনে ঘোষণা দেয় দলটির তিন অঙ্গ সহযোগী সংগঠন। দেশের ৬ বিভাগে এই সমাবেশ করবে । এরমধ্যে প্রথম চট্টগ্রাম বিভাগে এই কর্মসূচি পালন করছে এই সংগঠন গুলো।