বাখমুত দখলের দাবি ওয়াগনারের, অস্বীকার ইউক্রেনের
ওয়াগনার প্রধান বলেন, দীর্ঘদিন যুদ্ধের পর অবশেষে বাখমুত দখল করতে আমরা সফল হয়েছি।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: বাখমুত দখলের দাবি করেছেন ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। তবে তার এ দাবি অস্বীকার করেছে ইউক্রেন। খবর সিএনএনের। ওয়াগনার প্রধান বলেন, দীর্ঘদিন যুদ্ধের পর অবশেষে বাখমুত দখল করতে আমরা সফল হয়েছি। টেলিগ্রামে এক ভিডিও পোস্ট করে তিনি এ কথা জানান। ওই ভিডিওতে তিনি বলেন, ২২৪ দিন যুদ্ধ করার পর বাখমুত দখল করা সম্ভব হয়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রিগোজিনের এ দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
ওয়াগনার প্রধানের ভিডিও পোস্টের এক ঘণ্টার মধ্যে ইউক্রেনের ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী হানা মালিয়ার জানান, বাখমুতে এখনো লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা। ইউক্রেন বাহিনী বাখমুতে পরাজিত হয়নি। প্রসঙ্গত, এর আগেও বাখমুত দখলের দাবি করেছিল ওয়াগানার বাহিনী। তবে তা ছিল মিথ্যা দাবি।