বিএনপির গণ–অবস্থান কর্মসূচি: ১০ শহরে দায়িত্ব পেলেন ১২ নেতা
আজ মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা সৈয়দ এমরান সালেহ এ তথ্য জানিয়েছেন।

প্রথম নিউজ, অনলাইন: সারা দেশে কাল বুধবার যে গণ–অবস্থান কর্মসূচি ডেকেছে বিএনপি, তাতে দলের ১২ শীর্ষ নেতা দায়িত্ব পেয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা সৈয়দ এমরান সালেহ এ তথ্য জানিয়েছেন। বর্তমান সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ ১০ দফা দাবিতে কাল দেশের ১০টি শহরে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকাসহ আট বিভাগীয় শহর আছে। এ ছাড়া কুমিল্লা ও ফরিদপুরেও এ গণ–অবস্থান কর্মসূচি হবে। বেলা ১১টায় শুরু হয়ে কর্মসূচি চলবে বেলা তিনটা পর্যন্ত। ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ গণ–অবস্থান অনুষ্ঠিত হবে। ঢাকার কর্মসূচির নেতৃত্বে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিন জ্যেষ্ঠ নেতা। বাকি দুজন হলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা আব্বাস।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: