বিএনপির গণ–অবস্থান কর্মসূচি: ১০ শহরে দায়িত্ব পেলেন ১২ নেতা

আজ মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা সৈয়দ এমরান সালেহ এ তথ্য জানিয়েছেন।

বিএনপির গণ–অবস্থান কর্মসূচি: ১০ শহরে দায়িত্ব পেলেন ১২ নেতা
বিএনপির গণ–অবস্থান কর্মসূচি: ১০ শহরে দায়িত্ব পেলেন ১২ নেতা

প্রথম নিউজ, অনলাইনসারা দেশে কাল বুধবার যে গণ–অবস্থান কর্মসূচি ডেকেছে বিএনপি, তাতে দলের ১২ শীর্ষ নেতা দায়িত্ব পেয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা সৈয়দ এমরান সালেহ এ তথ্য জানিয়েছেন। বর্তমান সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ ১০ দফা দাবিতে কাল দেশের ১০টি শহরে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকাসহ আট বিভাগীয় শহর আছে। এ ছাড়া কুমিল্লা ও ফরিদপুরেও এ গণ–অবস্থান কর্মসূচি হবে। বেলা ১১টায় শুরু হয়ে কর্মসূচি চলবে বেলা তিনটা পর্যন্ত। ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ গণ–অবস্থান অনুষ্ঠিত হবে।  ঢাকার কর্মসূচির নেতৃত্বে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিন জ্যেষ্ঠ নেতা। বাকি দুজন হলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা আব্বাস।

 Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: