বিএনপির ক্ষমতায় গেলে শেখ হাসিনাকে টুশ করে ফেলে দিবো না: রিজভী

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে বাদ দিয়ে রাস্তায় আসুন, শুধু বিএনপি আর আওয়ামী লীগ রাজপথে থাকবে। দেখবো আপনার বীর পুরুষেরা কয়জন রাস্তায় থাকে রক্ষা করার জন্য। 

বিএনপির  ক্ষমতায়  গেলে শেখ হাসিনাকে  টুশ করে ফেলে দিবো না: রিজভী

প্রথম নিউজ, ঢাকা:  জনগণের ঢেউয়ে সরকার দিনে ভোট করতে ভয় পায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

আজ মঙ্গলবার নারায়নগঞ্জ জেলা যুবদলের উদ্যেগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গরীব মহিলাদের সেলাই মেশিন ও পুরুষদের নগদ অর্থ ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

রুহুল কবির রিজভী বলেন, স্বাধীনতা রক্ষার জন্য অন্যায়ের জন্য লড়াই চলছে। একটি অবৈধ সরকার আমাদের চোখ রাঙ্গায়, এটি আমরা মানব না। মাথা নিচু করে থাকবো না। উচিৎ জবাব দিয়ে জনগণের স্বাধীনতা, গণতন্ত্র, বাকস্বাধীনতা ফিরিয়ে আনবো। গণতন্ত্রের মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করবো এটাই আমাদের শপথ। আমরা রাজপথেই সরকারকে প্রতিহত করবো। 

তিনি বলেন, সরাসরি  নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়ুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের ঢেউয়ে সরকার দিনে ভোট করতে ভয় পায় । ২০১৮ সালে রাতের বেলা ভোট করেছেন। ২০১৪ সালে ভোট কেন্দ্রে কোন লোক যায়নি। তাই জুলম নির্যাতন হামলা-মামলা করে ক্ষমতায় টিকে থাকতে হয়। এই কারনে বলছি আইনশৃঙ্খলা বাহিনীকে বাদ দিয়ে রাস্তায় আসুন, শুধু বিএনপি আর আওয়ামী লীগ রাজপথে থাকবে। দেখবো আপনার বীর পুরুষেরা কয়জন রাস্তায় থাকে রক্ষা করার জন্য। 

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রিজভী বলেন, টুশ করে নাকি সাবেক প্রধানমন্ত্রীকে ফেলে দিবেন রাষ্ট্রীয় ক্ষমতা ছেড়ে দেশের সাধারণ মানুষের মতো চলাফেরা করেন, ক্ষমতার জোড় দেখিয়ে যে কথাবর্তা বলেন, তাতে মানুষ হাসে। আপনি স্বচ্ছ নির্বাচন দেন আমরা আপনাকে টুশ করে ফেলে দিবো না। আমরা যদি ক্ষমতায় আসি আপনাকে টুশ করে ফেলে দিবো না।

নারায়নগঞ্জ জেলা যুবদলের আহবায়ক গোলাম ফারুক খোকনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মশিউর রহমান রনির সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom