ফের লোকসভার স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা

ফের লোকসভার স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা

প্রথম নিউজ, ডেস্ক : ফের লোকসভার স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা। বুধবার সংসদের নিম্নকক্ষে মৌখিক ভোটের মাধ্যমে ওম বিড়লাকে স্পিকার হিসেবে মনোনয়ন করেছে বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক (এনডিএ) জোট। এনডিএ প্রার্থী ওম বিড়লার বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রার্থী ছিলেন কে সুরেশ। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়াটুডে। 

এতে বলা হয়েছে, বুধবার স্থানীয় সময় বেলা ১১টায় ভারতের সংসদের নিম্নকক্ষে স্পিকার পদের জন্য ভোটাভুটি শুরু হয়। সেখানে মৌখিক ভোটে ওম বিড়লাই বেশি ভোট পান। পরে তাকে স্পিকার হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। নির্বাচিত হওয়ার পর তার প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে ওমের হাসিমুখে সংসদ পরিচালনার প্রশংসাও করেন তিনি।

উল্লেখ্য, ২০১৪ ও ২০১৯ সালে একক সংখ্যাগরিষ্ঠতার কারণে স্পিকার পদে বিজেপি মনোনীত সুমিত্র মহাজন ও ওম বিড়লাকে কোনো প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়নি। দুইজনই বিনা বাধায় স্পিকার নির্বাচিত হন।

অন্যদিকে মঙ্গলবার সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে কংগ্রেস রাহুল গান্ধীর নাম ঘোষণা করেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের সরকারি বাসভবনে ইন্ডিয়া জোটের বৈঠকের পর বিরোধী দলীয় নেতা হিসেবে রাহুলের নাম ঘোষণা করেন তারা।