ফোবানায় সোশ্যাল মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন প্রিসিলা

ফোবানায় সোশ্যাল মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন প্রিসিলা

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: এবার ৩৭তম ফোবানা কনভেনশন টেক্সাসের ডালাসে ১  থেকে ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে সোশ্যাল মিডিয়ায় ও বিভিন্ন সামাজিক কাজে অবদানের জন্য বিশেষ সম্মাননা অ্যাওয়ার্ড দেয়া হয় নিউ ইয়র্কের ফাতেমা নাজনীন প্রিসিলাকে। প্রিসিলা এ অনুষ্ঠানে একজন আমন্ত্রিত অতিথি ছিলেন। অনুষ্ঠান চলাকালীন তিনদিন তিনি ডালাসে অবস্থান করেন। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের সাথে আরও বিশেষ সম্মাননা দেয়া হয় ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সবুর খানকে। তিনদিন ব্যাপী চলাকালীন এ অনুষ্ঠানে আমেরিকার বিভিন্ন স্টেট থেকে অনেকে অংশগ্রহণ করেন। বাংলাদেশ থেকেও অংশগ্রহণ করেছেন অনেকে।

অনুষ্ঠানে ছিল বিভিন্ন শিক্ষামূলক ইভেন্ট, নাটক, নৃত্য ও গান। এ অনুষ্ঠানে গান পরিবেশন করেন কনকচাঁপা, মিতালী মুখার্জী, ইমরান, কনা, রিজিয়া পারভীন, মোজা, শাহানাজ বেলী, শওকত আলী ইমনসহ অনেকে। প্রতিদিন অনুষ্ঠানটি উপভোগ করেন হাজার হাজার দর্শক। আগামী বছর অর্থাৎ ২০২৪ এ ফোবানার এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ওয়াশিংটন ডিসিতে।