ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটোভুক্ত করতে মার্কিন সিনেটের উদ্যোগ
দ্য সিনেট ফরেন রিলেশান্স কমিটি ন্যাটোতে এ দুটি দেশের যোগদানের বিষয়ে প্রায় সর্বসম্মতভাবে একটি প্রস্তাব অনুমোদন করেছে।
প্রথম নিউজ, ডেস্ক: ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটোভুক্ত করতে মার্কিন সিনেট মঙ্গলবার দ্বিদলীয় সমর্থনসহ প্রথম পদক্ষেপ গ্রহণ করেছে। দ্য সিনেট ফরেন রিলেশান্স কমিটি ন্যাটোতে এ দুটি দেশের যোগদানের বিষয়ে প্রায় সর্বসম্মতভাবে একটি প্রস্তাব অনুমোদন করেছে। কমিটির চেয়ারম্যান ডেমোক্রেটিক সিনেটর বব মেনেনডেজ ন্যাটোতে ফিনল্যান্ড ও সুইডেনের অন্তর্ভূক্তির এ উদ্যোগকে সাম্প্রতিক বছরগুলোতে পররাষ্ট্র নীতির নিঃসন্দেহে অন্যতম সাফল্য বলে মন্তব্য করেন। এদিকে নর্ডিক রাষ্ট্রদুটোর ন্যাটোতে প্রবেশের জন্যে জোটভুক্ত ৩০ সদস্যদের সকলেরই অনুমোদন লাগবে। কিন্তু তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান চলতি সপ্তাহে এ উদ্যোগ ভণ্ডুল করার হুমকি দিয়েছেন। যদিও মাদ্রিদে জুনের শেষে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনে তিনি এ দুটি রাষ্ট্রের ন্যাটোতে যোগদানের বিষয়ে সম্মত হয়েছিলেন।
উল্লেখ্য, ফিনল্যান্ড ও সুইডেন ঐতিহাসিকভাবেই পূর্বে তাদের বৃহৎ প্রতিবেশীর প্রতি শত্রুতার ভাব বজায় রাখেনি এবং ন্যাটোতেও যোগ দেয়া থেকে দূরে ছিল। কিন্তু ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেন হামলার পর সব হিসেব নিকেশই পাল্টে যায়। এদিকে ইউক্রেন বছরের পর বছর ধরে ন্যাটোতে যোগ দেয়ার চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে।
সূত্র : বাসস
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews