ফকিরাপুলে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর মতিঝিল ফকিরাপুলের তাজমহল নামে একটি আবাসিক হোটেল থেকে নাজমুল হক (৪৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নাজমুল হক নারায়ণগঞ্জ সোনারগাঁও থানার কুতুবপুর গ্রামের মো. হযরত আলীর ছেলে। তিনি গার্মেন্টসের জুট কাপড়ের ব্যবসা করতেন।
বিষয়টি নিশ্চিত করে মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহাগ চৌধুরী বলেন, আজ দুপুরের দিকে খবর পেয়ে ফকিরাপুলের আবাসিক হোটেল তাজমহলের দ্বিতীয় তলার দুই নম্বর রুম থেকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করি। পরে তাকে ঢাকা মেডিকেলে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, হোটেলের রেজিস্ট্রি খাতা থেকে জানতে পারি ওই ব্যক্তি গত ১১ জানুয়ারি থেকে দ্বিতীয় তলার দুই নং কক্ষে ওঠেন। পেশায় তিনি গার্মেন্টসের জুট কাপড়ের ব্যবসায়ী ছিলেন। আমরা তার পরিবারের সদস্যদের সংবাদ দিয়েছি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তে রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।