পুলিশি বাধায় পরিবেশবাদীদের নগর ভবন ঘেরাও কর্মসূচি পণ্ড

আজ রোববার (২১ মে) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে মিছিল নিয়ে নগর ভবন ঘেরাও করতে আসেন তারা। কিন্তু বঙ্গবাজার মোড়ে ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ।

পুলিশি বাধায় পরিবেশবাদীদের নগর ভবন ঘেরাও কর্মসূচি পণ্ড

প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর ধানমন্ডি সাত মসজিদ সড়কসহ সব পাবলিক পরিসরে উন্নয়নের নামে গাছ কাটা বন্ধসহ পাঁচ দফা দাবিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নগর ভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের জনগণের ব্যানারে আন্দোলনকারীরা।

আজ রোববার (২১ মে) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে মিছিল নিয়ে নগর ভবন ঘেরাও করতে আসেন তারা। কিন্তু বঙ্গবাজার মোড়ে ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ।

এসময় আন্দোলনকারীদের পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। সেগুলো হলো:

১. সাত মসজিদ সড়কের গাছ কাটা বন্ধ করে সেই স্থানে দেশীয় প্রজাতির গাছ লাগাতে হবে। 

২. জনগণের করের টাকায় একবার গাছ লাগানো এবং আরেকবার গাছ কেটে আবার ‘উন্নতমানের দ্রুত বর্ধনশীল’ গাছ লাগানোর নতুন প্রকল্প গ্রহণের নামে গাছ-বাণিজ্য বন্ধ করতে হবে।

৩. বৃক্ষ ও নগরবাসীবান্ধন সুনির্দিষ্ট নীতিমালা গ্রহণের মাধ্যমে নগরের গাছ ও সবুজবলয় সুরক্ষার করতে হবে।

৪. ধানমন্ডি সাত মসজিদ সড়কসহ সব পাবলিক পরিসরে উন্নয়নের নামে যখন-তখন গাছ কাটা বন্ধ করতে হবে।

৫. নগর উন্নয়নে প্রকৃতিভিত্তিক পরিকল্পনাকে গুরুত্ব দিতে হবে।

এদিকে, পুলিশের উদ্দেশে ব্যারিকেডে আটকে থাকা আন্দোলনকারীরা বলেন, আমরা নগর ভবনে যেতে চাই। কেন আমাদের এখানে আটকে রেখেছেন? আমরা মেয়রের সঙ্গে দেখা করতে চাই। মেয়রকে এখানে আসতে বলেন।

আন্দোলনকারীদের মধ্যে উপস্থিতি আছেন পরিবেশবিদ সৈয়দা রিজওয়ান হাসান, শিরিন হক ও আমিরুল রাজিব।