প্রধান বিচারপতির কাছে নির্যাতনের বর্ণনা দিলেন বিএনপিপন্থি আইনজীবীরা
গতকাল ঘটে যাওয়া পুলিশের হামলা ও মামলার কথা তুলে ধরে সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আইনজীবীদের নিরাপত্তা চান।
প্রথম নিউজ, অনলাইন : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ঘটে যাওয়া আইনজীবী ও সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিচার্জ ও নির্যাতনের বর্ণনা দিলেন বিএনপির প্যানেলের সভাপতি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এ ঘটনায় বিচার দাবি করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর হস্তক্ষেপ কামনা করেন। এসময় গতকাল ঘটে যাওয়া পুলিশের হামলা ও মামলার কথা তুলে ধরে সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আইনজীবীদের নিরাপত্তা চান।
প্রধান বিচারপতিকে সম্বোধন করে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, আমরা আপনার আদালতের আইনজীবী। আপনি আমাদের অভিভাবক। আমরা কী এমন অপরাধ করেছি? গতকাল পুলিশ আইনজীবীদের নির্যাতন করলো। এ থেকে নারী আইনজীবীরাও রেহাই পাননি। আমি পুলিশকে বলেছি, আমি সম্পাদক প্রার্থী। তারপরও আমাকে ধাক্কাতে ধাক্কাতে বের করে দেওয়া হয়েছে। আমাদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের হয়েছে। বার ভবনে আমাদের কক্ষগুলো লক করে দেওয়া হয়েছে। আপনারা কিছু করুন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: