প্রতিবন্ধী মেয়েকে গলাকেটে হত্যা করলেন মা
সুনামগঞ্জ পৌর শহরে এক মা তার ২০ বছর বয়সী প্রতিবন্ধী মেয়েকে গলাকেটে হত্যা করেছেন
প্রথম নিউজ, সুনামগঞ্জ : সুনামগঞ্জ পৌর শহরে এক মা তার ২০ বছর বয়সী প্রতিবন্ধী মেয়েকে গলাকেটে হত্যা করেছেন। এ ঘটনায় মা আছিয়া বেগমকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৮ জানুয়ারি) সকাল ৮টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের হাজীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শারীরিক ও বাক প্রতিবন্ধী মেয়ের নাম ফারজানা। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ।
ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি বলেন, বুধবার সকালে ঘটনাটি ঘটে। মা মেয়েকে ঘুমন্ত অবস্থায় গলাকেটে হত্যা করেছে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। প্রাথমিকভাবে জানা যায়, ২১ বছরের এই জন্ম থেকে প্রতিবন্ধী ছিল। করোনায় মেয়েটির বাবা মারা যাওয়ায় মা একাই মেয়ের দেখভাল করতেন। হয়তো প্রতিবন্ধী মেয়েকে নিয়ে দীর্ঘ দিন ধরে কষ্টে ছিলেন। সেই মানসিক কষ্ট থেকে এমন ঘটনা ঘটাতে পারেন। তবে বিস্তারিত মাকে জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: