পূর্ণিমা বিয়ে করায় বাপ্পীর আবেগীয় পোস্ট

পূর্ণিমা বিয়ে করায় বাপ্পীর আবেগীয় পোস্ট
পূর্ণিমা বিয়ে করায় বাপ্পীর আবেগঘন পোস্ট

প্রথম নিউজ, ডেস্ক : দ্বিতীয় বিয়ের খবরে আলোচনায় জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। বৃহস্পতিবার সন্ধ্যায় বিয়ের খবর গণমাধ্যমকে নিজেই প্রকাশ করেন পূর্ণিমা।  আর সে খবরের পর পরই পূর্ণিমার উদ্দেশ্যে সময়ের আলোচিত চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ফেসবুকে লিখেছেন— ‘একবার বলে যাও কেন আমার হলে না।’ বাপ্পীর এমন আবেগী পোস্টে বিভ্রান্তিতে পড়েছেন সিনেপ্রেমীদের অনেকেই। তাদের প্রশ্ন— পূর্ণিমার সঙ্গে কি সম্পর্ক ছিল যে, এমন কথা বললেন বাপ্পী! আসলে গোটা ব্যাপারটিই হৃদয়ের অনুভূতির। মূলত আসিফ আকবরের একটি জনপ্রিয় গানের প্রথম ছয় লাইন লিখেছেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ তারকা। অনেকেই হয়তো জানেন না, নায়িকা হিসেবে পূর্ণিমাকে বেশ পছন্দ বাপ্পীর। 

এর আগেও পূর্ণিমার প্রতি নিজের ভালোলাগার কথা প্রকাশ করেছিলেন বাপ্পী। গত বছরের ১১ জুলাই পূর্ণিমার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে বাপ্পী বলেছিলেন, ‘আপনি আমার ক্রাশ। এ জন্য এখনো বিয়ে না করে আপনার জন্য অপেক্ষা করছি। শুভ জন্মদিন পূর্ণিমা আপু।’ তবে এবার প্রিয় নায়িকার বিয়ের খবরে একটু বেশি-ই বিষণ্ন বাপ্পীর মন। সে কথা অকপটেই জানাতে বাপ্পী ফেসবুকে নবদম্পতির ছবি দিয়ে ক্যাপশনে আসিফের যে গানটি লিখলেন— ‘ভাবিনি কখনো যাবে চলে, এভাবে আমাকে একা ফেলে, স্বপ্ন নিজের হাতে ভাঙলে তুমি, একা কেঁদে কেঁদে ক্লান্ত আমি, প্রতিশোধ নেবে নাও আমি বাধা দেব না, একবার বলে যাও কেন আমার হলে না?’

গানের শেষে বাপ্পী লিখেছেন— ‘তবুও অভিনন্দন!’  উল্লেখ্য, গত ২৭ মে পারিবারিকভাবে বিয়ে করেন পূর্ণিমা। বিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও এর আগে এ চিত্রনায়িকার দ্বিতীয় বিয়ের খবর জানা যায়নি। এমনকি চলচ্চিত্রপাড়াও সেভাবে জানত না।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom