পানি মিশিয়ে পেট্রল বিক্রি, পাম্প মালিককে জরিমানা

আজ মঙ্গলবার  সকালে উপজেলার গোপালপুর পৌরসভার সততা ফিলিং স্টেশনে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাকের ভ্রাম্যমাণ আদালত।

পানি মিশিয়ে পেট্রল বিক্রি, পাম্প মালিককে জরিমানা

প্রথম নিউজ, নাটোর: নাটোরের লালপুরে ফিলিং স্টেশনে পানি মিশ্রিত পেট্রল বিক্রির অভিযোগে ৪৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার  সকালে উপজেলার গোপালপুর পৌরসভার সততা ফিলিং স্টেশনে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাকের ভ্রাম্যমাণ আদালত।

ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানা পুলিশের সহায়তায় মঙ্গলবার সকালে গোপালপুর পৌরসভার সততা ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। এ সময় অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় অভিযুক্ত ফিলিং স্টেশনের ম্যানেজার সিদ্দিকুর রহমানের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক ৪৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় ক্ষতিগ্রস্ত ক্রেতাদের অর্থ ফেরত দিতে এবং ফিলিং স্টেশনটি সাময়িক বন্ধ রেখে পানি মিশ্রিত পেট্রোল অপসারণপূর্বক বিক্রয়যোগ্য তেল উত্তোলন করে পুনরায় চালুর জন্য নির্দেশ দেন। লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom