পদোন্নতির দাবি নিয়ে আইজিপির কাছে ৩৫ ব্যাচের কর্মকর্তারা
বুধবার পদোন্নতির দাবি নিয়ে পুলিশ সদর দপ্তরে আইজিপির সঙ্গে দেখা করেছেন।
প্রথম নিউজ, অনলাইন: কাঙ্ক্ষিত সময়ে পদোন্নতি না পেয়ে হতাশ ও ক্ষুব্ধ হচ্ছেন বিসিএস পুলিশ ক্যাডারের ৩৫ ও ৩৬তম ব্যাচের কর্মকর্তারা। বর্তমানে তারা সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে মাঠ পর্যায়ে কর্মরত রয়েছেন। বুধবার পদোন্নতির দাবি নিয়ে পুলিশ সদর দপ্তরে আইজিপির সঙ্গে দেখা করেছেন। একই দিন এসবি চিফ এবং পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল ইসলামের সঙ্গেও দেখা করেন।
পদোন্নতির অপেক্ষায় থাকা ওই দুই ব্যাচের কর্মকর্তারা বলছেন, সাধারণত চাকরি জীবনের ৫ বছর পার হলে পদোন্নতি হওয়ার কথা। তারা চাকরি জীবনের ৬ থেকে সাড়ে ৬ বছর পার করেছেন। কিন্তু তাদের পদোন্নতির কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। এজন্য তারা পুলিশপ্রধানের সঙ্গে দেখা করেন। ৩৫তম পুলিশ ক্যাডারে ১১৪ এবং ৩৬তম ক্যাডারে ১১০ জন কর্মকর্তা রয়েছেন। এর আগে পদোন্নতি বঞ্চিত হয়ে এখনো এএসপির দায়িত্ব পালন করছেন ৩৪তম বিসিএস পুলিশ ক্যাডারের ৪১ কর্মকর্তা।
গতকাল বুধবার ৩৫তম ব্যাচের এক পুলিশ কর্মকর্তা বলেন, ৩৫তম বিসিএসে স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডার ছাড়া অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদের অনেক আগেই পদোন্নতি হয়েছে। কিন্তু তারা রাত-দিন মাঠপর্যায়ে কাজ করে বঞ্চিত অবস্থায় থেকে পরিবার-স্বজন ও সামাজিকভাবে হেয় হচ্ছেন। কর্মজীবনেও হতাশা চলে আসছে।
অপর এক কর্মকর্তা বলেন, গতকাল ঢাকা ও আশপাশের এলাকায় দায়িত্ব পালনকারী দুই ব্যাচের অন্তত ৮০ জন কর্মকর্তা আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে দেখা করেন। তারা তাদের যৌক্তিক দাবির কথা পুলিশপ্রধানের কাছে তুলে ধরেন। তিনি তাদের আশ্বস্ত করেছেন, সিনিয়রদের পদোন্নতির প্রক্রিয়া শেষ হলে দ্রুত তাদের বিষয়ে কার্যক্রম শুরু করে। এর আগে তারা এসবিপ্রধানের সঙ্গেও দেখা করে তাদের দাবির কথা জানান।
আরেক কর্মকর্তা জানান, কয়েকদিন আগে তারা ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমানের সঙ্গে দেখা করেন। তারা তার কাছেও যৌক্তিক দাবির কথা জানিয়েছেন। পুলিশ কমিশনার বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও আইজিপির সঙ্গে কথা বলবেন বলে আশ্বস্ত করেছেন।