পুতিনকে হত্যা করতে চান ইউক্রেনীয় বিউটি কুইন ইভজেনিয়া
ফেব্রুয়ারিতে রাশিয়া তার ‘বিশেষ অভিযান’ শুরু করলে মাতৃভূমি ইউক্রেনকে রক্ষায় যুদ্ধে যোগ দেন তিনি।
প্রথম নিউজ, ডেস্ক: রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছেন ইউক্রেনের বিউটি কুইন হিসেবে পরিচিত ইভজেনিয়া প্রোকোপেঙ্কো। ফেব্রুয়ারিতে রাশিয়া তার ‘বিশেষ অভিযান’ শুরু করলে মাতৃভূমি ইউক্রেনকে রক্ষায় যুদ্ধে যোগ দেন তিনি। ২০১২ সালে তিনি মিস ইউনিভার্সের ফাইনালিস্ট হলেও প্রয়োজনের সময় দেশের জন্য জীবন বাজি রাখছেন তিনি। যুদ্ধে তার চোখের সামনেই মৃত্যু হয়েছে তার এক বন্ধুর। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য তার ঘৃণার কোনো শেষ নেই। তিনি সম্প্রতি জানিয়েছেন, পুতিনকে হত্যার জন্য সবসময় নিজের কাছে একটি গুলি রাখেন তিনি। এ খবর দিয়েছে জেরুজালেম পোস্ট। ইভজেনিয়া পুতিনকে নিয়ে বলেন, আমি রুশ ভাষা খুব ভালো করেই জানি। কিন্তু আমি পুতিনের ভাষা জানি না। আমি জানি না তাকে আর কোন ভাষায় বুঝানো বাকি আছে। বিশ্বের সকল উন্নত দেশ তাকে বুঝানোর চেষ্টা করেছে এবং তিনি তা বুঝতে অস্বীকৃতি জানিয়েছেন। তাই তাকে বলার কিছু নেই আমার কাছে। আমার কাছে শুধু তাকে হত্যার জন্য একটি বুলেট আছে। যুদ্ধক্ষেত্রেও নিজের পুরোনো অভ্যাস ধরে রেখেছেন ইভজেনিয়া। তিনি জানান, এখনও তার ব্যাগে মেকাপ বক্স এবং আয়না আছে। সময় পেলেই তিনি সাজেন এবং পারফিউম ব্যবহার করেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews