প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: মার্চে বাংলাদেশে আসবে ইংল্যান্ড ক্রিকেট জাতীয় দল। সেই সফরে থাকবেন না ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস। বৃটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের খবর, পাকিস্তান সুপার লীগে (পিএসএল) খেলতেই বাংলাদেশে আসবেন না তিনি। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, পিএসএলের লোভনীয় পারিশ্রমিকের কথা মাথায় রেখে বাংলাদেশ সফর না করার সিদ্ধান্ত নিয়েছেন অ্যালেক্স হেলস। আগামী ১৩ই ফেব্রুয়ারি শুরু হবে পিএসএল। চলবে আগামী ১৯শে মার্চ পর্যন্ত। এর মাঝেই বাংলাদেশ সফর করবে ইংল্যান্ড। টাইগারদের বিপক্ষে জাতীয় দলের হয়ে খেললে পিএসএলে আর্থিক ক্ষতির মুখে পড়বেন অ্যালেক্স হেলস। পিএসএলে এবার প্লেয়ার্স ড্রাফটে প্লাটিনাম ক্যাটাগরি থেকে হেলসকে কিনে নেয় ইসলামাবাদ ইউনাইটেড। দলটিতে ১ লাখ ৪৫ হাজার পাউন্ড পারিশ্রমিক পাবেন ইংলিশ তারকা।
সোমবার ইসলামাবাদ ইউনাইটেড এক বিবৃতিতে জানায়, আসন্ন আসরের পুরোটা সময়ই অ্যালেক্স হেলসকে পাবে তারা। পঞ্চমবারের মতো ইসলামাবাদে যোগ দিয়ে হেলস বলেন, ‘পিএসএলে প্রথমবার ইসলামাবাদ ইউনাইটেডের হয়েই খেলি আমি। এই দলের হয়ে এটি আমার পঞ্চম মৌসুম। গত আসরে তারা আমার কঠিন সময়ে পাশে ছিল। আমার সিদ্ধান্তকে সম্মান করেছিল। তাই প্লে-অফের জন্য ফিরতে আমার আপত্তি ছিল না। এবছরও আমি পিএসএল খেলার সিদ্ধান্ত নিয়েছি। এই দল এবং এখানে পাওয়া স্বাধীনতাকে আমি ভালোবাসি।’ বাংলাদেশ সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড। ১লা মার্চ ওয়ানডে দিয়ে শুরু হবে ইংলিশদের বাংলাদেশ সফর। ৩ এবং ৬ই মার্চ সিরিজের বাক দুই ম্যাচ। আর টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে ৯, ১২ এবং ১৪ই মার্চ।