নালিতাবাড়ীতে বন্য হাতির আক্রমণে যুবক নিহত
শুক্রবার সন্ধ্যার কিছু আগে দাওধারা কাঁটাবাড়ি এলাকার গহীন পাহাড়ে বন্যহাতির পাল অবস্থান করছে খবর পেয়ে শরীফুলসহ কয়েকজন পাহাড়ে যায়।

প্রথম নিউজ, শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী দাওধারা কাঁটাবাড়ি পাহাড়ি এলাকায় শুক্রবার সন্ধ্যার আগ মুহূর্ত একদল বন্য হাতির আক্রমণে শরীফুল আলম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের বাসিন্দা এবং নয়াবিল ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল করিমের ছেলে। এলাকাবাসীর সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যার কিছু আগে দাওধারা কাঁটাবাড়ি এলাকার গহীন পাহাড়ে বন্যহাতির পাল অবস্থান করছে খবর পেয়ে শরীফুলসহ কয়েকজন পাহাড়ে যায়। এ সময় তারা হাতির খুব কাছাকাছি অবস্থান নেয়ায় ক্ষুব্ধ হাতি দল থেকে ছুটে এসে একটি হাতি শরীফুলকে শুঁড়ে পেঁচিয়ে শূন্যে তুলে আছাড় দেয় এবং পা দিয়ে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে সঙ্গীয়রা তার লাশ পাহাড় থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, পাহাড়ি এলাকায় বন্যহাতির দল অবস্থান করছে। সেখানে মানুষ যাওয়ায় বন্যহাতির আক্রমণে যুবকের মুত্যু হয়েছে। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews