নারায়ণগঞ্জে বিএনপি'র ৪৫ নেতাকর্মী গ্রেপ্তার
বৃহস্পতিবার বিকেল থেকে আজ ভোর পর্যন্ত জেলার সাতটি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি'র রাজনীতির সঙ্গে জড়িতদের আটক করেছে পুলিশ।

প্রথম নিউজ, নারায়নগঞ্জ: নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে ১২ ঘণ্টা অভিযান চালিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের ৪৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে আজ শুক্রবার ভোর ৬টা পর্যন্ত জেলা গোয়েন্দা পুলিশসহ (ডিবি) বিভিন্ন থানার সদস্যরা যৌথভাবে এসব অভিযান চালায়। নারায়ণগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত এসপি (অপরাধ) ছাইলাউ মারমা একটি গণমাধ্যমকে জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল থেকে আজ ভোর পর্যন্ত জেলার সাতটি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি'র রাজনীতির সঙ্গে জড়িত ৪৫ জনকে আটক করেছে পুলিশ। যাচাই-বাছাইয়ের পর বিস্ফোরক আইন ও নাশকতার অভিযোগে করা পুরনো মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
তবে বিএনপি নেতাদের অভিযোগ, রাজধানীতে অনুষ্ঠেয় আগামীকালের সমাবেশে যোগ দিতে বাধা দেয়ার জন্য পুলিশ তাদের লোকজনকে ধারাবাহিকভাবে আটক করছে। গত ১০ দিনে পুলিশ পুরনো মামলায় অন্তত শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। যদিও পুলিশের দাবি, এসব অভিযান তাদের নিয়মিত কার্যক্রমের অংশ।
এদিকে আগামীকালের সমাবেশকে সামনে রেখে নারায়ণগঞ্জের কাঁচপুর, সাইনবোর্ড ও তারাবো এলাকাসহ ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে রাজধানীর প্রধান প্রবেশপথে কয়েকটি চেকপোস্ট বসিয়েছে পুলিশ ও র্যাব। তবে চেক পয়েন্টগুলোতে এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার বা আটকের খবর পাওয়া যায়নি।