নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১

নিহত রোমান উপজেলার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ সৈয়াল বাড়ি ঘাট এলাকার আদু মিয়ার ছেলে।

নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১

প্রথম নিউজ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে পোড়া তেলের ব্যবসার আধিপত্য নিতে স্থানীয় দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় রোমান নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৬ মে) রাত সাড়ে ৮টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া বাজার এলাকায় সরদারের মার্কেটের সামনে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় রোমান ও অনিক গ্রুপ। নিহত রোমান উপজেলার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ সৈয়াল বাড়ি ঘাট এলাকার আদু মিয়ার ছেলে।

বন্দর থান সূত্রে জানা গেছে, পোড়া তেলেরে ব্যবসার একক নিয়ন্ত্রণ নিতে এর আগেও অনিক ও রোমান গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছিল। শুক্রবার তারা আবারও সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে বন্দর থানা পুলিশের একাধিক দল ওই এলাকায় যায়। দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় পুরো ঘারমোড়া বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে আমিসহ বন্দর থানার একাধিক টিম দ্রুত ঘটনাস্থলে যাই। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।  স্থানীয়দের বরাতে ওসি আরও জানান, সংঘর্ষে আহত রোমানকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণ করেন। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।