নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের সঙ্গে বিএনপির বৈঠক
শনিবার বিকালে রাজধানীর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।
প্রথম নিউজ, অনলাইন: নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। এতে বিএনপি নেতারা এক দফা আন্দোলন নিয়ে কর্মসূচির বিষয়ে পরিষদ নেতাদের পরামর্শ নেয়। একই সঙ্গে আন্দোলনের কৌশল নিয়েও আলোচনা হয়। শনিবার বিকালে রাজধানীর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।
বৈঠকে বিএনপির পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত ছিলেন।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন- উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান, অ্যাডভোকেট নূরে এরশাদ সিদ্দিকী, ফাতেমা তাসনিম, জসিম উদ্দিন আকাশ, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান খান, সোহরাব হোসেন, নাদিম হাসান প্রমুখ।
সরকার পতনের এক দফা দাবি আদায়ে রাজপথে আন্দোলন করছে বিএনপি। তাদের সঙ্গে আরও ৩৬টি সরকারবিরোধী রাজনৈতিক দল যুগপৎ আন্দোলনে শরিক রয়েছে। এরমধ্যে নুরের দলও রয়েছে।