নারীকে ধর্ষণের ভিডিও ধারণ করে ভাইরাল, ছাত্রলীগ নেতা গ্রেফতার
বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

প্রথম নিউজ, ঈশ্বরগঞ্জ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক নারীকে জোরপূর্বক ধর্ষণ ও আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে। একইসঙ্গে প্রাণনাশের হুমকি দেওয়ার মামলায় ছাত্রলীগ নেতা ইমরান হাসান সিজানকে গ্রেফতার করে পুলিশ। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গৌরীপুর উপজেলার এক নারীকে ঈশ্বরগঞ্জ হাসপাতাল রোডের শাছুল্লাহ নান্টুর পুত্র ইমরান হাসান সিজান জোরপূর্বক ধর্ষণ করে গোপনে তার মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করে। পরে ওই ছবি ও ভিডিও বিভিন্ন ম্যাসেঞ্জার গ্রুপের মাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেয়।
নিরুপায় হয়ে ওই নারী ১২ ফেব্রুয়ারি মুক্তাগাছা ময়মনসিংহের সাইবার ক্রাইমে লিখিত অভিযোগ করেন। তার অভিযোগের প্রেক্ষিতে এপিবিএনের এসআই আব্দুল জলিলের নেতৃত্বে একটি দল তথ্যপ্রযুক্তির মাধ্যমে মঙ্গলবার রাতে ঈশ্বরগঞ্জ ডাকবাংলা এলাকা থেকে সিজানকে গ্রেফতার করে থানায় সোপর্দ করে। সিজান সাবেক পৌর ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মাজেদুর রহমান জানান, বুধবার গ্রেফতার ছাত্রলীগ নেতাকে ময়মনসিংহের আদালতে পাঠানো হয়। আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেছেন।