নান্দাইলে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত
প্রথম নিউজ, ময়মনসিংহ : ময়মনসিংহের নান্দাইলে সোমবার বিকালে মাইক্রোবাস চাপায় বৃষ্টি আক্তার (২১) ও জহুরা খাতুন (৫০) নামে অটোবিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত মুক্তা নামে এক শিশু গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি।
৬ মাস বয়সি মুক্তাকে হাসপাতালে নেওয়ার পথে তাদের বহনকারী অটোরিকশাটিকে ওই মাইক্রোবাস চাপা দিলে ওই হতাহতর ঘটনা ঘটে।
নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শফিউর রহমান বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দুজনের লাশ হস্তান্তর করা হয়েছে। তবে মাইক্রোবাসটির কোন সন্ধান পাওয়া যায়নি।