নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ, বিকেলে প্রতিক্রিয়া জানাবে বিএনপি

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. সাহাবুদ্দিন। এ নিয়ে বিকেলে প্রতিক্রিয়া জানাবে বিএনপি

নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ, বিকেলে প্রতিক্রিয়া জানাবে বিএনপি

প্রথম নিউজ, ঢাকা : বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. সাহাবুদ্দিন। এ নিয়ে বিকেলে প্রতিক্রিয়া জানাবে বিএনপি।

সোমবার (২৪ এপ্রিল) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।


তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আনুষ্ঠানিক কোনো কর্মসূচি নেই। তবে তিনি বিকেল ৩টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আসবেন। তখন আপনাদের উপস্থিতি থাকলে হয়তো অনানুষ্ঠানিক প্রতিক্রিয়া দিতে পারেন।’


নতুন রাষ্ট্রপতির বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান, মহাসচিব দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানাবেন।