নতুন রূপে কারিনা

নতুন রূপে কারিনা
নতুন রূপে কারিনা

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক : বর্ষবরণ উদ্‌যাপন করতে সুইজারল্যান্ড উড়ে গিয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। নতুন বছরে নয়া রূপে ক্যামেরার সামনে এলেন তিনি। সুইজারল্যান্ডের বিলাসবহুল এক হোটেলের করিডোরে শ্যাওলা রঙের এক জমকালো গাউনে রানীর ভঙ্গিমায় দাঁড়িয়ে ধরা দিলেন কারিনা। গাউনের একপাশে খোলা থাকার কারণে ঊরু থেকে পায়ের পাতার সবটুকুই উন্মুক্ত তার। এমন ছবি দিয়ে কারিনা জানালেন, নতুন বছরের জন্য নিজেকে প্রস্তুত করে ফেলেছেন। স্বামী সাইফ আলি খান, সন্তান তৈমুর আর জাহাঙ্গীরকে নিয়ে বছর শেষের সূর্যোদয় থেকে সূর্যাস্ত সবটুকু উপভোগ করেছেন। সেই সঙ্গে গুছিয়ে নিয়েছেন নিজেকেও। তার ছবি দেখে হৃদয় এঁকে প্রতিক্রিয়া দিয়েছেন পোশাকশিল্পী মনীশ মালহোত্রা। এক অনুরাগী লিখেছেন, কী অপূর্ব! বয়স যত বাড়ছে রূপও তত ফেটে পড়ছে বেবোর। কোনোরকম অস্ত্রোপচার কিংবা বোটক্স ছাড়াই তিনি সুন্দর।

উল্লেখ্য, কারিনাকে পরবর্তীতে দেখা যাবে হানসাল মেহতার ছবিতে। জাপানি উপন্যাস ‘দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স’-এর ভারতীয় সংস্করণে তৈরি হচ্ছে ছবিটি। এ ছাড়া নতুন বছরে আরও অনেক নতুন প্রজেক্টে দেখা যাবে তাকে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom