নিজ ঘরের ফ্যানে ঝুলছিল যুবকের মরদেহ
প্রথম নিউজ, সিলেট : সিলেটের আম্বরখানা এলাকা থেকে মো. তানভীর আহমদ (২৮) নামে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে আম্বরখানার বনশ্রী ৬ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মো. তানভীর আহমদ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার গোবিন্দশ্রী গ্রামের মৃত রিয়াজুল হকের ছেলে। স্ত্রীকে নিয়ে তিনি ওই বাসার বি-২ ইউনিটে ভাড়া থাকতেন।
সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন সিপন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন ।
ওসি বলেন, নিজ শয়নকক্ষের ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস নেন তানভীর আহমদ। পরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের সদস্য ও প্রতিবেশিরা দরজা ভেঙে নিচে নামান। পরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে কেন তিনি আত্মহত্যা করেছেন তা কেউ বলতে পারেননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।