নগদ ফাইন্যান্সের চূড়ান্ত অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

যার মাধ্যমে মোবাইল ফিন্যান্সিয়াল পরিষেবা দানকারী নগদ পরিচালনার জন্য কোনো বাধা রইল না।

নগদ ফাইন্যান্সের চূড়ান্ত অনুমোদন বাংলাদেশ ব্যাংকের
নগদ ফাইন্যান্সের চূড়ান্ত অনুমোদন

প্রথম নিউজ, ডেস্ক : নগদ ফাইন্যান্স পিএলসি নামের নতুন একটি আর্থিক প্রতিষ্ঠানের চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যার মাধ্যমে মোবাইল ফিন্যান্সিয়াল পরিষেবা দানকারী নগদ পরিচালনার জন্য কোনো বাধা রইল না। তবে নগদকে নতুন করে কেন্দ্রীয় ব্যাংক থেকে এমএফএস লাইসেন্স নিতে হবে বলে টিবিএসকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক।

তিনি বলেন, রোববার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের সভাপতিত্বে বোর্ড সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। যদিও গত ৩০ জুলাই নগদ ফাইন্যান্স পিএলসি নামে আর্থিক প্রতিষ্ঠানের জন্য নীতিগত অনুমোদন পেয়েছিল। বাংলাদেশ ব্যাংকের একজন শীর্ষস্থানীয় ম্যানেজার নাম প্রকাশ না করার শর্তে বলেন, অনুমোদনের শর্তগুলোর মধ্যে একটি হলো, নগদ ফাইন্যান্সকে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে বিদেশ থেকে ৯০% এর বেশি বিনিয়োগ আনতে হবে।

ফাইন্যান্স ইনস্টিটিউশন অ্যাক্ট অনুযায়ী, একটি আর্থিক প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধন হতে হবে ১০০ কোটি টাকা। যেহেতু নগদ একটি স্বাধীন এমএফএস হিসেবে কাজ করতে পারবে না, তাই তারা একটি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের অধীনে কাজ করার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করে।

বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস হিসেবে ২০১৯ সালে 'নগদ' যাত্রা শুরু করে। গ্রাহক সংখ্যার বিবেচনায় বর্তমানে 'নগদ' এর মার্কেট শেয়ার ৩০ শতাংশ। নগদের গ্রাহক সংখ্যা ৪ কোটির বেশি।