‘নকল’ ট্রফির ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে রেকর্ড গড়েন মেসি

‘নকল’ ট্রফির ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে রেকর্ড গড়েন মেসি
‘নকল’ ট্রফির ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে রেকর্ড গড়েন মেসি

প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ জিতে অমরত্ব পান লিওনেল মেসি। স্বপ্ন পূরণের পর ইনস্টাগ্রামে শিরোপা উঁচিয়ে ধরার একটি ছবি পোস্ট করেন আর্জেন্টিনা অধিনায়ক। ছবিটিতে এখন পর্যন্ত সাড়ে ৭ কোটিরও বেশি লাইক পড়েছে। যা ইনস্টাগ্রামে কোনো ফটোতে পড়া সর্বোচ্চ রিয়েকশনের রেকর্ড। যে সোনালী ট্রফি উঁচিয়ে রেকর্ড গড়লেন মেসি, সেটি আসল নয়; নকল!
৩৬ বছরের আক্ষেপ ঘুচেছে আর্জেন্টিনার। ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে তৃতীয় শিরোপা ঘরে তুলেছে আলবিসেলেস্তেরা। নিয়ম অনুসারে চ্যাম্পিয়ন দলকে খানিক সময়ের জন্য বিশ্বকাপের আসল ট্রফি দেয়া হয়। দলীয় উদযাপন এবং ফটোসেশনের পর সেটি ফেরত নিয়ে একটি রেপ্লিকা দেয়া হয়। মাঠে অবস্থানের বাকি সময় সেটিই হাতে থাকে খেলোয়াড়দের। অর্থাৎ, মেসির রেকর্ডগড়া ছবিতে থাকা শিরোপাটি ফিফারই দেয়া রেপ্লিকা হওয়ার কথা ছিল। তবে রেপ্লিকা নয়, একটি নকল শিরোপার ছবি পোস্ট করেন মেসি।

আর্জেন্টাইন দৈনিক ক্লারিনের প্রতিবেদনে বলা হয়, মেসির রেকর্ডগড়া ছবিটিতে পাওলা জুজুলিচ নামের এক আর্জেন্টাইন সমর্থকের শিরোপা ছিল। মেসি-ডি মারিয়াদের সই নেয়ার নিমিত্তে ট্রফিটি লুসাইল স্টেডিয়ামে নিয়ে এসেছিলেন তিনি। ক্লারিনকে পাওলা জুজুলিচ বলেন, ‘আসর শুরুর আগে বিশ্বকাপ ট্রফি নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছিলাম। ছয় মাস ধরে এটি বানিয়েছি। ট্রফিটিতে আর্জেন্টাইন খেলোয়াড়দের সই নেয়ার পরিকল্পনা ছিল। কিন্তু একটা সময় এটা মাঠে চলে গেলো। তিনবার মাঠে গিয়েছে ট্রফিটি।’

জুজুলিচ বলেন, ‘প্রথমে লিয়ান্দ্রো পারেদেসের পরিবারের এক সদস্য এটিতে সই করাতে নিয়ে যায়। দ্বিতীয় দফায় এটি প্রায় ৪৫ মিনিট মাঠে ছিল। বারবার হাত বদল হয়েছে ট্রফিটির। সে সময়ই অনেক ছবি তোলা হয়েছে। একজন আমাকে বলছিল, ট্রফিটি হারাচ্ছি আমি। আমরা মজা করছিলাম এটা নিয়ে। কিন্তু ট্রফিটা ফিরে পেতেও চাচ্ছিলাম। আমি তখন চিৎকার করে কয়েকজন খেলোয়াড়কে বলেছিলাম যে, ট্রফিটা আমাদের। সবার শেষে লাউতারো মার্টিনেজ সই করেছিল। এরপর ফিফার নিরাপত্তাবিষয়ক এক কর্মকর্তা এসে নিশ্চিত করে এটা আসল নয় এবং আমাদের ফেরত দেয়।’

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom