নওগাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

 নওগাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম নিউজ, নওগাঁ : নওগাঁর বদলগাছীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত বদলগাছী উপজেলা সদরের বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির ভেজাল কাঁচামাল, মিষ্টি, কেক, রুটি ও বিস্কুট উৎপাদন এবং বিক্রির অপরাধে বিপাশা বেকারির মালিক আব্দুল হামিদকে ১০ হাজার, সুমন ফুড বেকারির মালিক বজলুর রহমানকে পাঁচ হাজার, রিভা বেকারির মালিক ফরিদুল ইসলামকে দুই হাজার ও সাদিয়া বেকারির মালিক শাহিনুর রহমানকে ১৫ হাজার টাকাসহ মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মিষ্টি, কেক, রুটি ও বিস্কুট তৈরির ভেজাল কাঁচামাল ধ্বংস করা হয়।

অভিযানে র‍্যাবের সদস্যদের পাশাপাশি বদলগাছী উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতিয়া খাতুন উপস্থিত ছিলেন।