নিউজিল্যান্ডে প্রস্তুতি ম্যাচ দিয়ে মিশন শুরু আজ
প্রথম নিউজ, খেলা ডেস্ক: দুই ভাগে ভাগ হয়ে নিউজিল্যান্ড পৌঁছেছে বাংলাদেশ দল। সেখানে দুদিন ওয়ার্মআপ আর জিম করেই কাটিয়েছে টাইগাররা। আজ ভোরে প্রস্তুতি ম্যাচ দিয়ে কিউইদের বিপক্ষে শুরু হচ্ছে টাইগারদের মিশন। ৫০ ওভারের ম্যাচে বাংলাদেশকে পরীক্ষা করে নিবে স্বাগতিকরা। নাজমুল হোসেন শান্তর দলকে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হতে হবে কিউইদের তরুণ ক্রিকেটারদের। যারা ওয়ানডে সিরিজে খেলবেন না। এতে বাংলাদেশের ক্রিকেটারদের প্রতিপক্ষের বিপক্ষে খুব বেশি ধারণা নেয়ার সুযোগ থাকবে না। কিন্তু সুযোগ থাকবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার। ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতা নিয়ে আলোচনা-সমালোচনা এখনো তুমুল। এরই মধ্যে ফের টাইগারদের সামনে ওয়ানডে সিরিজের পরীক্ষা তাও আবার নিউজিল্যান্ডের মাটিতে।
যেখানে স্বগতিকদের বিপক্ষে এখন পর্যন্ত সীমিত ওভারে কোন জয়ের রেকর্ড নেই। তাই ওয়ানডেতে নিজেদের ফের প্রমাণের মিশনটা শান্তদের জন্য বেশ কঠিনই বলা চলে। তবে কিইদের বিপক্ষে লড়াইয়ে বাংলাদেশের অনুপ্রেরণা সাদা পোশাকে জয়। গেল বছর নিউজিল্যান্ডকে তাদের মাটিতেই প্রথম টেস্ট হারায় বাংলাদেশ। এবার নিজেদের মাটিতেও টেস্টে জয় তুলে নিয়েছে। তাই শান্ত বাহিনীকে এই লড়াইয়ে ওয়ানডেতেও আত্মবিশ্বাস যোগাবে। আজ ভোরে প্রস্ততি ম্যাচ শুরু হবে। এরপর ১৭ই ডিম্বের হবে সিরিজের প্রথম ওয়ানাডে ম্যাচ।
বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য ইতোমধ্যেই একাদশ ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। লিংকনের বার্ট সুটসলাইফ ওভালে অনুষ্ঠেয় প্রস্তুতি ম্যাচে কিউইদের নেতৃত্ব দেবেন ভারত পপলি। জন্মগতভাবে তিনি ভারতীয়। যদিও নিউজিল্যান্ডে নিজেকে স্থায়ী করেছেন। ঘরোয়া ক্রিকেটে নর্দান ডিসট্রিক্টের হয়ে খেলা এই ব্যাটার ৬৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ৩৩ বছর বয়সী এই ব্যাটারের নেতৃত্বেই ভরসা রাখছে এনজেডসি। পপলি ছাড়াও নিউজিল্যান্ডের ডেভেলপমেন্ট স্কোয়াডে থাকা তরুণ ক্রিকেটারকে রাখা হয়েছে এই একাদশে। ঘরোয়া ক্রিকেটে এখনও অভিষেকই হয়নি এমন ২ ক্রিকেটারকেও রাখা হয়েছে এই স্কোয়াডে। এমন একাদশ দেখেই অনুমান করা যায় বাংলাদেশকে তারা নিজেদের শক্তি সম্পর্কে তেমন কোন ধারণাই দিতে চায় না। যে কারণে মূল দলের কাউকে না রেখে একেবারে নতুনদেরই সুযোগ করে দিয়েছে। তবে নিউজিল্যান্ডে টাইগারদের সবচেয়ে বড় প্রতিপক্ষ ওয়েদার ও কন্ডিশন। প্রচণ্ড শীতের সঙ্গে তীব্র বাতাস।
মূলত এই দুটির সঙ্গে সঙ্গে তাল মেলানোই কঠিন চ্যালেঞ্জ। প্রস্ততি ম্যাচটি টাইগারদের কিছুটা হলেও মানিয়ে নেয়ার সুযোগ করে দিচ্ছে। বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ওয়ানডেতে নিজেদের দাপট ফিরে পাওয়া। ভারতে ওয়ানডে বিশ্বকাপে প্রথম ম্যাচে জয় দিয়ে আসর শুরু করলেও পরে হেরেছে টানা ৬ ম্যাচ। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে কিছুটা স্বস্তি। নিজেদের শেষ ম্যাচে হারে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে। ৫০ ওভারের ফরম্যাটে দলের সবশেষ সাফল্য বলতে লঙ্কার বিপক্ষে বিশ্বকাপের ময়দানে জয়। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরিতে। তাই এই সফরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নেতৃত্ব তুলে দিয়েছেন শান্তর হাতে। টেস্টেও তার ওপর ভরসা রেখেছে। যার প্রতিদান শান্ত দিয়েছেন কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো দেশের মাটিতে জয় উপহার দিয়ে। যদিও বিসিবি এখনো অধিনায়ক সাকিবের ওপর আস্থা রাখছে কিন্তু শেষ পর্যন্ত শান্ত হয়তো বদলে দিতে পারেন অনেকের ভাগ্য। ওয়ানডেতে দলকে জয় এনে দিতে পারলে হয়তো বিসিবিকে অধিনায়ক নিয়ে নতুন করে ভাবতে হবে।
এখন পর্যন্ত সব মিলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে দেশ-বিদেশ মিলিয়ে ১০টি সিরিজ খেলেছে বাংলাদেশ। সেখানে টাইগারদের সিরিজ জয়ের সংখ্যা দুটি, তাও নিজেদের মাটিতে। সবশেষ কিউইদের বিপক্ষে সিরিজ জয় আসে ২০১৩ তে। এরপর ১০ বছর কেটে গেছে। এর মধ্যে আর কোনও সিরিজেই জয় আসেনি। কিউদের মাটিতে ৫ ওয়ানডে সিরিজের সবগুলোতেই হেরেছে টাইগাররা। এবার হয়তো ইতিহাস বদলানোর সুযোগ নতুন এক বাংলাদেশের হাতে। সেখানে সাকিব আল হাসান, তামিম ইকবালের মতো অভিজ্ঞ ও তারকা ক্রিকেটার নেই!