ধোলাইখালে পুলিশের শটগানের গুলিতে ছাত্রদলের ৬ নেতাকর্মী আহত
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর ধোলাইখালে বিএনপির অবস্থান কর্মসূচিতে গুলি চালিয়েছে পুলিশ। আজ বেলা সাড়ে ১১টার পর সংঘর্ষ চলাকালে পুলিশ বিএনপির নেতাকর্মীদের শটগানের গুলি ছুড়ে। এতে দলটির ৬ নেতাকর্মী গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধরা হলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন রুবেল (৩০), কলাবাগান থানা ছাত্রদলের সভাপতি জাকিরুল আলম (৩০), নাট্য বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদল এনামুল হক (৩০), কবি নজরুল ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আবির (২৯), পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার ছাত্রদলের সদস্য সচিব আব্দুল আজিজ (২৮ ) ও যুবদল কর্মী ওবায়দুল হক (৪০)। আহতরা ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। দুপুর সাড়ে বারোটার দিকে তাদেরকে উদ্ধার অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান, ধোলাইখাল থেকে ছয় জন ঢাকা মেডিকেল আসছে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সবার শরীরে পুলিশের শট গানের গুলি রয়েছে।