ধর্ষণ মামলার পলাতক আসামি বাড্ডা থেকে গ্রেফতার
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর বাড্ডা এলাকা থেকে ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. রাকিব মোল্লাকে (২৪) গ্রেফতার করেছে র্যাব -১০।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) র্যাব -১০ এর সহকারী পরিচালক (অপস্) উপ-পরিচালক আমিনুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বাড্ডা থানার আফতাবনগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পটুয়াখালীর দশমিনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা ধর্ষণ মামলার প্রধান আসামি মো. রাকিব মোল্লাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে আমিনুল ইসলাম জানান, গ্রেফতার আসামি এ ধর্ষণের সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তিনি মামলার পর থেকে রাজধানীর বাড্ডাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।