চুরি করতে গিয়ে ভবন থেকে পড়ে মৃত্যু
প্রথম নিউজ, ঢাকা : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের একটি বাসায় বিল্ডিংয়ের ওপর থেকে নিচে পড়ে অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) দিনগত রাতে এ ঘটনা ঘটে।
ওই যুবককে গুরুতর অবস্থায় বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) সেন্টু বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ‘আমরা স্থানীয় লোকজনের মুখে জানতে পেরেছি ওই যুবক দক্ষিণ কেরানীগঞ্জের একটি বাসায় চুরি করতে গিয়ে ওপর থেকে নিচে পড়ে আহত হন। পরে আমাদের খবর দেওয়া হলে গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তিনি জানান, ওই যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।