ধানমণ্ডিতে পাঁচতলা ভবন থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু
শনিবার ভোরে ধানমন্ডি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাসরিন ভোলার বাসিন্দা।
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীতে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে ২৫ বছর বয়সী এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। শনিবার ভোরে ধানমন্ডি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাসরিন ভোলার বাসিন্দা।
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মুহিত খান জানান, নাসরিন ছয় বছর ধরে ওই বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন। খবর পেয়ে পুলিশ ভোর ৩টার দিকে নাসরিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি বলেন, মেয়েটি আত্মহত্যা করেছে, না কি দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।