দেড় মাসে ২৩ নারী খুন!
মাসে শুধু রাজধানীতে সাত নারীকে হত্যা এবং ১০ নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও পারিবারিক সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রথম নিউজ, ঢাকা : প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য মৃত্যুর খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো। গুলিবিদ্ধ তরুণ সাহাদত হোসেনকে (শ্যামল) ক্ষতিপূরণ দিতে চাচ্ছে না পুলিশ। জাতীয় মানবাধিকার কমিশন পুলিশকে ওই ক্ষতিপূরণ দিতে বলেছিল; কিন্তু পুলিশ বলছে, ‘বিধিমোতাবেক’ অভিযুক্ত পুলিশ সদস্য সরকারি কোষাগারে গুলির খরচ ১৫০ টাকা জমা দিয়েছেন। অভিযুক্তকে দুই ঘণ্টা করে পাঁচ দিন পিটিও করতে হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের এক শুনানিতে সাহাদত হোসেনকে ক্ষতিপূরণ না দেওয়া এবং অভিযুক্ত পুলিশ সদস্যের দায়িত্বে অবহেলার বিষয়টি এসেছে। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের অসতর্কতায় গুলি খেয়ে একজন মানুষের চিরতরে পঙ্গুত্ব বরণ করার বিষয়টি অত্যন্ত মর্মান্তিক।
দেশে নারী হত্যা ও নির্যাতনে মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে। গত দেড় মাসে সারা দেশে নির্যাতনে অন্তত ৬৫ জন নারীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে হত্যা করা হয়েছে ২৩ জন নারীকে। অন্যদিকে গত দেড় মাসে শুধু রাজধানীতে সাত নারীকে হত্যা এবং ১০ নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও পারিবারিক সূত্রে এসব তথ্য জানা গেছে।