দরপতনের তালিকা বড় হলেও বেড়েছে সূচক, কমেছে লেনদেন

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকয়টি মূল্যসূচক বাড়ার পাশাপাশি দাম বাড়ার তালিকা বড় হয়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।

দরপতনের তালিকা বড় হলেও বেড়েছে সূচক, কমেছে লেনদেন

প্রথম নিউজ, ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে তার থেকে বেশি। এরপরও বেড়েছে সবকয়টি মূল্যসূচক। তবে কমেছে লেনদেন।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকয়টি মূল্যসূচক বাড়ার পাশাপাশি দাম বাড়ার তালিকা বড় হয়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। এর মাধ্যমে টানা দুই কার্যদিবস শেয়ারবাজারে মূল্যসূচক বাড়লো।

এর আগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে বেশ কিছুদিন ধরেই উত্তাপের পারদ বাড়তে দেখা যায়। গতকাল বুধবার রাজধানী ঢাকায় সমাবেশ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিএনপিসহ অন্য বিরোধী দলগুলো। এই সমাবেশ ঘিরে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা দেখা দেয়। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ শেষ হয়। এতে সাধারণ মানুষের মধ্যে যেমন স্বস্তি ফিরেছে, তেমনই শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মধ্যেও স্বস্তি দেখা গেছে।

যার ফলস্বরূপ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৩ জুলাই) শেয়ারবাজার ছিল ঊর্ধ্বমুখী। অবশ্য দুই দলের সমাবেশের দিনও শেয়ারবাজারে ঊর্ধ্বমুখীতার দেখা মেলে। সাধারণত রাজনৈতিক উত্তাপের মধ্যে শেয়ারবাজারে নেতিবাচক প্রবণতা দেখা যায়। তবে এবার তার ব্যতিক্রম ঘটলো। এ বিষয়ে বিনিয়োগকারী আব্দুর রাজ্জাক বলেন, মন্দা কাটিয়ে সম্প্রতি শেয়ারবাজারে কিছুটা ভালো হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এর মধ্যেই গতকাল আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ হয়েছে। এই সমাবেশ নিয়ে শঙ্কায় ছিলাম। কিন্তু কোনো ধরনের ঝামেলা ছাড়াই দুই দলের সামবেশ শেষ হয়েছে। আশা করি শেয়ারবাজারে এর ইতিবাচক প্রভাব দেখতে পাবো। বাজারে যে ঊর্ধ্বমুখী ধারা দেখা যাচ্ছে এটা সামনে অব্যাহত থাকবে এই প্রত্যাশা করছি।

ডিএসইর পরিচালক মো. শাকিল রিজভী বলেন, রাজনৈতিক অনিশ্চয়তা বা অর্থনৈতিক মন্দা দেখা দিলে শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়ে। আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ নিয়ে মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ ছিল। তবে দুই দলের সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এটা ভালো লক্ষণ। আমরা আশা করছি শেয়ারবাজারে এখন যে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে, তা সামনে অব্যাহত থাকবে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার মাধ্যমে। এতে লেনদেনের শুরুতেই মূল্যসূচক ঊর্ধ্বমুখী হয়। তবে লেনদেনর মাঝ পথে এসে একের পর এক প্রতিষ্ঠানের দরপতন হতে থাকে। এতে মূল্যসূচকও ঋণাত্মক হয়ে পড়ে। তবে লেনদেনের শেষদিকে দরপতনের তালিকা থেকে বেরিয়ে আসে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। এতে মূল্যসূচকও ঋণাত্মক অবস্থা থেকে বেরিয়ে আসে এবং সবকয়টি সূচক বেড়ে দিনের লেনদেন শেষ হয়। অবশ্য তারপরও দাম বাড়ার থেকে দাম কমার তালিকায় বড় থাকে।

দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলিয়ে ৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১০৬টির। এছাড়া ১৮৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত রয়েছে। এরপরও ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৪১ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৭ পয়েন্টে অবস্থান করছে।

সবকয়টি মূল্যসূচক বাড়লেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৭৫০ কোটি ৮৫ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৮৫৫ কোটি ১৯ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ১০৪ কোটি ২৪ লাখ টাকা। ঢাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে ফু-ওয়াং ফুডের শেয়ার। কোম্পানিটির ৬৪ কোটি ৩৬ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের লেনদেন হয়েছে ৪০ কোটি ১ লাখ টাকার শেয়ার। ২৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মা।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- লুব রেফ বাংলাদেশ, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, সি পার্ল বিচ রিসোর্ট, ওরিয়ন ইনফিউশন, ফু-ওয়াং সিরামিক, রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং জেনারেশন নেক্সট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেন অংশ নেওয়া ২১২টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৯টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬০টির এবং ৮৩টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৫ কোটি ৭৩ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১৪ কোটি ৪১ লাখ টাকা।