দুর্ঘটনা পদ্মা সেতুতে মৃত্যু ২ , নিষিদ্ধ বাইক চলাচল

রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ পদ্মা সেতুতে ওই দুর্ঘটনা ঘটে। গুরুতর জখম দুই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনা পদ্মা সেতুতে মৃত্যু ২ , নিষিদ্ধ বাইক চলাচল
উদ্বোধনের পর দিনই দুর্ঘটনা পদ্মা সেতুতে, মৃত্যু ২ যুবকের, নিষিদ্ধ বাইক চলাচল

প্রথম নিউজ, অনলাইন : পদ্মা সেতুতে মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। রবিবার রাত সাড়ে ১০টার নাগাদ পদ্মা সেতুতে ওই দুর্ঘটনা ঘটে। গুরুতর জখম দুই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘সমকাল’ সূত্রে খবর, পদ্মা সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝামাঝি এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় যে দুই যুবকের মৃত্যু হয়েছে, তাঁদের নাম মহম্মদ আলমগীর হোসেন (২২) ও মহম্মদ ফজলু (২১)। তাঁদের বাড়ি দোহার থানায় এলাকায়।

শনিবারই মহা ধুমধামে উদ্বোধন করা হয় পদ্মা সেতু। গোটা বাংলাদেশের চোখ শনিবার সকালে পদ্মা সেতুর উদ্বোধনের দিকে ছিল। বাংলাদেশ সরকার এই কর্মসূচিকে ‘স্বপ্নের উন্মোচন আখ্যা দিয়েছে। সেতু উদ্বোধন করেছেন স্বয়ং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তার ২৪ ঘণ্টার মধ্যে সেতুতে বাইক দুর্ঘটনা বড়সড় প্রশ্ন তুলে দিল বলে মনে করা হচ্ছে। এই ঘটনার পরেই পদ্মা সেতুতে সোমবার অর্থাৎ ২৭ জুন ভোর ৬টা থেকে মোটরবাইক চলাচল নিষিদ্ধ করেছে সরকার।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom