তাৎক্ষনিক ভাইরাল তিশা-ফারুকীর মেয়ের ছবি

‘দেখতে দেখতে বিয়ের ১২ বছর কাটিয়ে দিলাম। এই ১২ বছর সংসার জীবনের সবচাইতে সুন্দর উপহার আমাদের কন্যা ইলহাম নুসরাত ফারুকী।

তাৎক্ষনিক ভাইরাল তিশা-ফারুকীর মেয়ের ছবি
তাৎক্ষনিক ভাইরাল তিশা-ফারুকীর মেয়ের ছবি

প্রথম নিউজ, ডেস্ক: বিয়ের প্রায় সাড়ে ১১ বছর পর গত ৫ জানুয়ারি কন্যা সন্তানের মা হন অভিনয়শিল্পী নসুরাত ইমরোজ তিশা। মেয়ের নাম রাখেন ইলহাম নুসরাত ফারুকী। জন্মের পর থেকে এতদিন মেয়ের ছবি প্রকাশ করেননি তিশা-ফারুকী দম্পতি।  সন্তানকে একান্ত নিজেদের মতো করে বড় করছেন তারা। অবশেষে জন্মের সাত মাস পর মেয়ে ইলহামকে ভক্তদের সামনে আনলেন জনপ্রিয় এ দম্পতী। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নুসরাত ইমরোজ তিশা কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘দেখতে দেখতে বিয়ের ১২ বছর কাটিয়ে দিলাম। এই ১২ বছর সংসার জীবনের সবচাইতে সুন্দর উপহার আমাদের কন্যা ইলহাম নুসরাত ফারুকী। আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ জানা গেছে, কন্যাকে সামনে আনার জন্য তিশা-ফারুকী বেছে নিয়েছেন বিশেষ দিন।  ১৬ জুলাই তাদের বিবাহবার্ষিকী। ২০১০ সালের এই দিনেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা।

উল্লেখ্য, দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর ২০১০ সালের ১৬ জুলাই বিয়ের বন্ধনে আবদ্ধ হয় এই তারকা জুটি। তিশা-ফারুকীর বিবাহবার্ষিকীতে তাদের কন্যার প্রথম ছবি দেখে ভীষণ উচ্ছ্বসিত অনুসারীরা। অভিনেত্রীর পোস্টে এক ঘন্টাতেই এক লাখ ২৬ হাজারের বেশি রিঅ্যাকশন এসেছে। মন্তব্যের সংখ্যা ছাড়িয়েছে ছয় হাজার।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom