তেলের দাম ৩ বছরের মধ্যে সর্বোচ্চ
তেলের দাম ৩ বছরের মধ্যে সর্বোচ্চ
প্রথম নিউজ ডেস্ক: তিন বছরের মধ্যে প্রথমবারের মতো অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলার ছাড়িয়েছে।
মঙ্গলবার প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছিল ৮০.৬৯ ডলার, যা ২০১৮ সালের অক্টোবরের পর থেকে সর্বোচ্চ। খবর বিবিসির।
ইউরোপে জ্বালানি সংকটের মধ্যে টানা ৭ দিন আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকদের ধারণা, তেলের দাম সামনের দিনগুলোতে আরও বাড়বে।
মার্কিন ব্যাংক গোল্ডম্যান স্যাকস জানায়, চলতি বছরের শেষের দিকে তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারে পৌঁছাতে পারে।
করোনা মহামারির শুরুতে তেলের দাম কমতে শুরু করে। গত বছরের এপ্রিলে ইতিহাসে প্রথমবারের মতো তেলের দাম ব্যারেলপ্রতি ‘শূন্য’ ডলারেরও নিচে নেমে যায়। বিভিন্ন দেশে করোনার কারণে আরোপ করা লকডাউন বা বিধিনিষেধ বিভিন্ন দেশ প্রত্যাহার করে নেওয়ার পর অর্থনীতি সচল হলে ফের তেলের চাহিদা বাড়তে থাকে।