তুর্কমেনিস্তান ৬-০ গোলে বিধ্বস্ত

বৃহস্পতিবার সকালে প্রায় দেড় ঘণ্টা রিকভারি ট্রেনিং সেশন শেষে এক ভিডিওবার্তায় থুইনু বলেন, ‘এএফসিতে এই প্রথম দেশের বাইরে খেলতে এসেছি।

তুর্কমেনিস্তান ৬-০ গোলে বিধ্বস্ত

প্রথম নিউজ, খেলা ডেস্ক: তুর্কমেনিস্তানকে ৬-০ গোলে বিধ্বস্ত করে। জোড়া গোল করেন স্ট্রাইকার থুইনু মারমা। রোববার ডি-গ্রুপে স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে হ্যাটট্রিক করতে চান তিনি। বৃহস্পতিবার সকালে প্রায় দেড় ঘণ্টা রিকভারি ট্রেনিং সেশন শেষে এক ভিডিওবার্তায় থুইনু বলেন, ‘এএফসিতে এই প্রথম দেশের বাইরে খেলতে এসেছি। নিজের পারফরম্যান্সের আরও উন্নতি করতে চাই। ইচ্ছা আছে হ্যাটট্রিক করার।’ তিনি যোগ করেন, ‘মাঠে এসে আমাদের উৎসাহিত করায় প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ। আরও দর্শক প্রত্যাশা করছি। সাফে আমরা যে অনুশীলন করেছি, এখানে তা কাজে লাগছে।

সহকারী অধিনায়ক জয়নব বিবি বলেন, ‘গতকালের (বুধবার) ম্যাচ খেলে অনেক ভালো লেগেছে। সিঙ্গাপুরে এত বাংলাদেশি দর্শক হবে ভাবতে পারিনি। আশা করি, পরের ম্যাচে আরও বেশি দর্শক আমাদের সমর্থন জানাতে আসবেন।’ সহকারী কোচ মাহমুদা আক্তার বলেন, ‘দলের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। প্রীতির শুধু একটু পায়ের গোড়ালিতে ব্যথা। আশা করছি এরমধ্যে সে ঠিক হয়ে যাবে। রোববারের ম্যাচে তাকে আমরা পাব।’ তিনি যোগ করেন, ‘আমাদের লক্ষ্য পরবর্তী রাউন্ড।’