ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ৫
শুক্রবার ভোর থেকে কিয়েভ ও আশপাশের শহরগুলোতে বিমান হামলার সাইরেন বাজতে থাকে।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন স্থানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার ভোরে এ হামলার ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ কমপক্ষে পাঁচ নিহতের খবর পাওয়া গেছে। ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের। দিনিপ্রো শহরের মেয়র বরিস ফিলাটয় এক টেলিগ্রামবার্তায় জানিয়েছেন, রুশ হামলায় তার শহরে এক নারী ও তার তিন বছর বয়সি ছেলে নিহত হয়েছে।
এ ছাড়া ইউক্রেনের ওমান শহরের সেনা কমান্ডার ইহর তাবুরেটস বলেছেন, শহরের মধ্যাঞ্চলে একটি অ্যাপার্টমেন্ট ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে তিনজন নিহত এবং আটজন আহত হয়েছেন। শুক্রবার ভোর থেকে কিয়েভ ও আশপাশের শহরগুলোতে বিমান হামলার সাইরেন বাজতে থাকে। তবে রাজধানী কিয়েভের কোন কোন স্থানে বিমান হামলা হয়েছে এবং এসব হামলায় কতজন হতাহত হয়েছে তা এখনো জানা যায়নি।