তারকা হয়ে পর্দায় আসছেন ওমর সানী ও চম্পা
ঢাকাই সিনেমার আশির দশকের নন্দিত অভিনেত্রী চম্পা
প্রথম নিউজ, ডেস্ক : ঢাকাই সিনেমার আশির দশকের নন্দিত অভিনেত্রী চম্পা। নায়িকা রূপে যেমন জনপ্রিয়তা কুড়িয়েছেন, আবার জ্যেষ্ঠ চরিত্রে এসেও ছড়িয়েছেন দ্যুতি। অন্যদিকে রূপালি পর্দার নব্বই দশকের তারকা ওমর সানী। দর্শকনপ্রিয় অনেক সিনেমা উপহার দিয়েছেন তিনি।
একসঙ্গে সিনেমায়ও দেখা গেছে সানী-চম্পাকে। তবে এই সময়ে এসে তারা দু’জনেই অনিয়মিত। নিজেদের জীবন নিয়েই ব্যস্ত। কালজয়ী এই তারকাদ্বয় আবার এক হয়ে আসছেন সিনে পর্দায়। সিনেমার নাম ‘পর্দার আড়ালে’। পরিচালনা করছেন পারভেজ আমিন।
মূলত সিনেমা জগতের গল্পেই নির্মিত হচ্ছে এটি। এখানে মূল দুটি চরিত্রে অভিনয় করছেন এ প্রজন্মের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও অভিনেতা ইয়াশ রোহান। ইতোমধ্যে সিনেমার পঞ্চাশ ভাগ চিত্রায়ন শেষ হয়েছে।
মনস্ত্বাত্তিক থ্রিলার ঘরানার এই সিনেমায় ওমর সানীকে দেখা যাবে একজন সুপারস্টারের রূপেই। এ বিষয়ে তিনি বলেন, ‘চলচ্চিত্রকেন্দ্রিক একটি গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি। আমার খুব ভালো লেগেছে। নব্বইয়ের দশকের একজন সুপারস্টারের চরিত্রে দেখা যাবে আমাকে। বলা যায়, বাস্তবের চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলব। এই ছবিতে আরও ভালো ভালো অভিনয়শিল্পী আছেন। খুব সুন্দর একটি কাজ হতে যাচ্ছে।’
চম্পা অভিনয় করবেন মল্লিকা চরিত্রে। তিনিও সিনে তারকা। সিনেমাটিতে যুক্ত হওয়ার প্রসঙ্গে তার ভাষ্য, ‘আমাকে নিয়েই ছবির গল্প এগিয়েছে। গল্পটি আমার সঙ্গে মিলে যায়। এ ধরনের একটি গল্পে কাজের সুযোগ পাওয়ায় ভালো লাগছে। তাছাড়া পারভেজ মেধাবী একজন নির্মাতা। আশা করি, তিনি আমার কাছ থেকে সেরা অভিনয়টা বের করে নিতে পারবেন।’
এদিকে পরিচালক জানালেন, সিনেমার প্রেক্ষাপট বিবেচনায় ওমর সানী ও চম্পাকে যুক্ত করেছেন। তিনি বলেন, ‘ওমর সানী-চম্পা নব্বইয়ের তুমুল জনপ্রিয় তারকা। আমার সিনেমার গল্পে এমন দুজন তারকার দরকার ছিল। ওই সময়ের অনেক তারকা এখন নেই। কেউ মারা গেছেন। আবার কেউ অভিনয় ছেড়ে দিয়েছেন। তাই সবদিক বিবেচনায় ওমর সানী-চম্পার ওপর ভরসা রেখেছি। তারা গুণী অভিনয়শিল্পী। তাদের অন্তর্ভুক্তি সিনেমাটিকে ভিন্ন মাত্রা দেবে।’
উল্লেখ্য, ‘পর্দার আড়ালে’ সিনেমার গল্প লিখেছেন পারভেজ আমিন নিজেই। সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তন্ময় মুক্তাদির। প্রযোজনায় বেঙ্গল মাল্টিমিডিয়া। সপ্তাহ খানেক পরই এর দ্বিতীয় ধাপের শুটিং শুরু হবে। নির্মাণ শেষে সিনেমাটি মুক্তি পাবে ওয়েব প্ল্যাটফর্মে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews