তিবেশীর দোকানের আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল যুবকের
প্রতিবেশীর দোকানের আগুন নেভাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শ্রী জগদীশ প্রামাণিক (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন
প্রথম নিউজ, রাজশাহী : প্রতিবেশীর দোকানের আগুন নেভাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শ্রী জগদীশ প্রামাণিক (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার রাত ১১টায় নাটোরের সিংড়া উপজেলার কুমগ্রাম বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত জগদীশ প্রামাণিক কুমগ্রামের মৃত সুরেশচন্দ্র প্রামাণিকের ছেলে। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।
আহতদের মধ্যে হাফেজ আব্দুর রাজ্জাক (৬৫) ও মন্টু প্রামাণিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের একজনকে রাজশাহী মেডিকেল ও অন্যজনকে বগুড়া শহীদ জিয়া মেডিকেলে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য দিলীপ সরকার ও সিংড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ আবদুস সালাম জানান, বুধবার রাতে উপজেলার কুমগ্রাম বাজারে আশরাফুল ট্রেডার্স নামে একটি কীটনাশকের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত ঘটে। পরে পাশের একটি সাইকেল মেকারের দোকানে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে ছয়টি দোকান পুড়ে যায়।
পরে রাত ২টার সময় আগুন নিয়ন্ত্রণে আসে। আর এ ঘটনায় এখন পর্যন্ত একজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন বলেন, আপাতত ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। পরে প্রয়োজনে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহায়তা করা হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: