তেজগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির কেয়ারটেকারের মৃত্যু

তেজগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির কেয়ারটেকারের মৃত্যু

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় পানির মোটরের লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ফাইজু (৩৫) নামে এক কেয়ারটেকারের মৃত্যু হয়েছে।

সোমবার (৩ জুলাই) দুপুর ১টার দিকে তেজগাঁওয়ের নাখালপাড়া রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। 


ফাইজুকে উদ্ধার করে নিয়ে আসা মানিক বলেন, আমি পানির লাইনের কাজ করি। ওই বাসায় পানির লাইনে সমস্যা হওয়ার কারণে কাজ করতে আসি। পরে কাজ করা শেষে ফাইজুকে মোটরের বিদ্যুতের লাইন দিতে বলি। মোটরের লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে অচেতন হয়ে পড়ে। এরপর তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাড়ি নরসিংদী জেলায়। সে ওই বাড়িতে কেয়ারটেকারের কাজ করত।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা শিল্পাঞ্চল থানাকে জানিয়েছি।