তেজগাঁওয়ে অপহৃত শিশু উত্তরায় উদ্ধার, গ্রেফতার ১

মঙ্গলবার দুপুরে র্যাবের সিনিয়র এএসপি সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফজলুল হক অপহৃত শিশুকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তেজগাঁওয়ে অপহৃত শিশু উত্তরায় উদ্ধার, গ্রেফতার ১

প্রথম নিউজ, অনলাইন: রাজধানীর তেজগাঁও থেকে চাঞ্চল্যকর শিশু আমিরা আবেদীন শিফাকে (৩) অপহরণের চার ঘণ্টার মধ্যেই উত্তরার হাউস বিল্ডিং এলাকা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।  এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মূলহোতা অপহরণকারী আব্দুল আজিজকে (২৬) উত্তরার হাউস বিল্ডিং এলাকা থেকে গত সোমবার রাত সাড়ে ১১টায় গ্রেফতার করেছে র্যাব। এ সময় র্যাবের উপস্হিতি টের পেয়ে আজিজের এক সহযাগী কৌশলে পালিয়ে গেছে। র‌্যাব জানিয়েছে, অপহরণকারী চক্রের মূলহোতা আব্দুল আজিজ নীলফামারী জেলার ডিমলা থানার আবদার আলীর ছেলে।  মঙ্গলবার দুপুরে র্যাবের সিনিয়র এএসপি সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফজলুল হক অপহৃত শিশুকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ফজলুল হক জানান, সোমবার সন্ধ্যা অনুমান সাড়ে ৭টার দিকে রাজধানীর তেজগাঁও থানা এলাকা থেকে আমিরা আবেদীন শিফা নামের ৩ বছর বয়সের এক শিশু নিখোঁজ হয়। নিখোঁজের অল্প কিছুক্ষণের মধ্যেই নিখোঁজ শিশুর অভিভাবক তথা তার মা আমিরা পারভিন পিংকীর কাছে শিশু শিফাকে অপহরণ করা হয়েছে বলে জনৈক এক ব্যক্তি মুঠোফোনে কল দিয়ে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে এবং দাবিকৃত টাকা না পেলে শিশু শিফাকে হত্যা করা হবে বলে হুমকি দেয়। ভিকটিমের মা পিংকীর কাছ থেকে এ সংক্রান্তে অভিযোগ পাওয়ামাত্র র্যাব-২ অপহৃত শিশু উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতারের উদ্দেশ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক সিদ্দিকুর রহমান খান জানান, রাজধানীর উত্তরা হাউস বিল্ডিং এলাকায় ওই অপহরণকারীর অবস্থানের খবর পেয়ে সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সেখানে অভিযান চালায় র‌্যাব। সেখান থেকে শিশু আমিরা আবেদীন শিফাকে (৩) অক্ষত অবস্থায় উদ্ধার করে। অপহরণকারী আব্দুল আজিজকেও (২৬) গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তার এক সহযোগী পালিয়ে গেছে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত অপহরণকারী আব্দুল আজিজ ভিকটিমের বাড়িতে পড়ানোর সুবাদে বাসায় আসা-যাওয়া করত। এ সময় ভিকটিমের পারিবারিক অর্থ-সম্পত্তির বিষয়ে তথ্য সংগ্রহ করে সে। অর্থ আদায়ের উদ্দেশ্যে শিফাকে অপহরণ করে সে।

পূর্বপরিকল্পনা অনুযায়ী, অপহরণকারী আব্দুল আজিজ সোমবার শিশু আমিরা আবেদীন শিফাকে অপহরণপূর্বক অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং ভিকটিমের মায়ের কাছে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় একটি মামলা করেন। ডিএমপির তেজগাঁও থানায় করা মামলায় গ্রেফতারকৃত আসামি এবং অপহরণকারী আব্দুল আজিজকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।