ঢাকায় স্বস্তির বৃষ্টি

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বাড়তে পারে। এতে গরম কমে জনজীবনে স্বস্তি নামতে পারে।

ঢাকায় স্বস্তির বৃষ্টি

প্রথম নিউজ, ঢাকা: ঢাকার আকাশ বৃহস্পতিবার (৮ জুন) সকাল থেকেই মেঘাচ্ছন্ন। ৯টার দিকে বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এরপর রাজধানীর মতিঝিল, শান্তিনগর, মালিবাগ, মৌচাক, কাকরাইল, নয়াপল্টন, বিজয়নগরসহ কিছু এলাকায় হালকা বৃষ্টি নামে। বৃষ্টির দেখা মিলেছে হাতিরঝিল, কারওয়ান বাজার, পান্থপথেও। এতে নগরজীবনে কিছুটা হলেও স্বস্তি নেমেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বাড়তে পারে। এতে গরম কমে জনজীবনে স্বস্তি নামতে পারে।

বুধবার (৭ জুন) থেকেই ঢাকার আকাশ ছিল মেঘলা। এতে অস্বস্তিকর গরম যেন আরও বেড়ে গিয়েছিল। সারা দিন ও রাতে হাঁসফাঁস গরমে চরম ভোগান্তিতে ছিল রাজধানীর মানুষ।

গত ২৮ মে থেকে দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ শুরু হয়। বুধবার (৭ জুন) পর্যন্ত টানা ১১ দিন বিভিন্ন এলাকায় তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। আবহাওয়া অফিস বলছে, আজ সিলেট জেলাসহ ঢাকা ও ময়মনসিংহ বিভাগ এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।