ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচন: জাতীয় পার্টির মনোনয়ন পেলেন সিকদার আনিছুর রহমান
আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেন দলটির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী।
প্রথম নিউজ, ঢাকা: ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন মেজর (অব.) সিকদার আনিছুর রহমান। এছাড়া চট্টগ্রাম-১০ আসনে উপ-নির্বাচনে দলটির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মো. সামসুল আলম।
আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেন দলটির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। আজ জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের ঢাকা-১৭ ও চট্টগ্রাম-১০ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন।
এদিকে, গত ৫ জুন রওশন এরশাদ তার মুখপাত্র কাজী মামুনুর রশীদকে প্রার্থী ঘোষণা করেন। এর দুদিন পর কাজী মামুনুর রশীদের পক্ষে জাপার সাবেক ছাত্রনেতা খন্দকার মনিরুজ্জামান টিটু রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। কাজী মামুনুর রশীদও উপ-নির্বাচন সামনে রেখে গণসংযোগ ও নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছেন।
জানা গেছে, বুধবার রওশনপন্থি এই নেতা মনোনয়নপত্র ইসিতে জমা দিয়েছেন। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে ঢাকা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. মুনীর হোসাইন খানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
আগামী ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১৫ মে ৭৫ বছর বয়সে চিত্রনায়ক ও সংসদ সদস্য ফারুকের মৃত্যু হলে ঢাকা-১৭ আসন শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। আগামী ৩০ জুলাই চট্টগ্রাম-১০ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. আফছারুল আমীনের মৃত্যুতে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর-খুলশী-কাতালগঞ্জ) আসনটি শূন্য হয় গত ২ জুন।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৪ জুলাই। মনোনয়নপত্র বাছাই হবে ৬ জুলাই। মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৭ থেকে ৯ জুলাই। আপিল নিষ্পত্তি করা হবে ১০ থেকে ১১ জুলাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুলাই। প্রতীক বরাদ্দ ১৩ জুলাই। উপ-নির্বাচনে সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হবে। থাকবে সিসি ক্যামেরা।