ডেমরায় ভবন থেকে পড়া ক্রেনের চাপায় প্রাণ গেল ৩ শ্রমিকের
শনিবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
প্রথম নিউজ, অনলাইন: রাজধানীর ডেমরায় নির্মাণাধীন একটি ভবনের উপর থেকে পড়া ক্রেনের চাপায় তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, ডেমরা থানার সানারপাড়ের কোদালদিয়া এলাকায় নির্মাণাধীন ভবনের সাততলায় ঢালাইয়ের কাজ চলছিল। দুপুরে ঢালাইয়ের উপকরণ সিমেন্ট, বালুসহ মালামাল ক্রেনের সাহায্যে উপরে ওঠানো হচ্ছিল। এসব উপকরণ নিয়ে যখন মাঝপথে যায়, তখন রশি ছিঁড়ে ক্রেনটি নিচে পড়ে যায়। তখন সেটি ভবনের নিচে থাকা শ্রমিকের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। ক্রেনের চাপায় মারা যাওয়া তিনজনের পরিচয় এখনও জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।