ডিবিতে অভিযোগ শাকিব খানের, তদন্তের আশ্বাস
তার অভিযোগ তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। রোববার শাকিব খানের সঙ্গে কথা বলা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
প্রথম নিউজ, ঢাকা : প্রযোজকের অভিযোগের বিষয়ে গুলশান থানায় মামলা করতে না পেরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে অভিযোগ করেছেন চিত্রনায়ক শাকিব খান। তার অভিযোগ তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। রোববার শাকিব খানের সঙ্গে কথা বলা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। হারুন অর রশীদ বলেন, শাকিব খান ব্যক্তিগত একটি সমস্যার আবেদন নিয়ে আমার অফিসে এসেছিলেন। আবেদনটি আমরা তদন্ত করে দেখবো। তিনি বলেন, যার (রহমত উল্লাহ) বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছিলেন তিনি প্রযোজক নন বলে দাবি করেছেন শাকিব খান। তিনি প্রযোজক নাম দিয়ে শাকিব খানের বিরুদ্ধে আজেবাজে অনেক কথা ও প্রোপাগান্ডা ছড়িয়েছেন। এর প্রেক্ষিতে আমি শাকিবকে বলেছি, আপনি একটি আবেদন দিয়ে যান, তদন্ত করে দেখবো এর সত্যতা আছে কি না। সত্যতা থাকলে আইনগত ব্যবস্থা নেবো।
তিনি আরও বলেন, শাকিব খান জানিয়েছেন কথিত প্রযোজক রহমত উল্লাহর অস্ট্রেলিয়ান পাসপোর্ট আছে। তিনি পালিয়ে যেতে পারেন। এ কারণে শাকিব এসে বলেছেন তিনি (রহমত উল্লাহ) যেন পালাতে না পারেন। আমরা তাৎক্ষণিকভাবে তদন্ত করে দেখার কথা শাকিব খানকে জানিয়েছি। ডিবি কর্মকর্তার সঙ্গে কথা বলার পর শাকিব খান সাংবাদিকদের বলেন, ‘বাটপার’ রহমত উল্লাহ শুধু আমার সঙ্গে প্রতারণা করেনি, গোটা চলচ্চিত্রের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। আমাকে পছন্দ করে এমন দেশের লাখো-কোটি মানুষের সঙ্গে প্রতারণা করেছে।
শাকিব খান বলেন, ভুয়া প্রযোজক নামধারী বাটপার রহমত উল্লাহর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য আমি গুলশান থানায় গিয়েছিলাম। অনেক চেষ্টার পরেও, অনেক বোঝানোর পরেও গুলশান থানার ওসি আমার মামলাটি নেয়নি। আমি কথা বলেছি, আমার আইনজীবী কথা বলেছেন। আপনাদের সাংবাদিকদের মধ্যে অনেকে বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু ওসি গতকাল মামলাটি নিলেন না। বললেন আপনি যেখানে খুশি গিয়ে অভিযোগ করতে পারেন, আমি আপনার মামলাটি নিলাম না। পরে আমি সেখান থেকে বেরিয়ে আসি।
তিনি বলেন, ভুয়া সংবাদগুলো সবার মধ্যে ছড়িয়েছে। আমার মনে হয় শুধু রহমত উল্লাহ একা ছিল না, রহমত উল্লাহর পেছনে আরো অনেক লোক ছিল। না হলে এই বাটপার রহমতুল্লাহ এফডিসির ভেতরে গিয়ে আমাদের তিন থেকে চারটি ভাইটাল অ্যাসোসিয়েশনের কাছে প্রযোজক সেজে ভুয়া তথ্যগুলো দিয়ে, ভুয়া বিচার চেয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: