ডিএমপির দুই থানায় নতুন ওসি
মঙ্গলবার (৬ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
প্রথম নিউজ, ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুগদা ও রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৬ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
ডিএমপির ধানমন্ডি থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলামকে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও গোয়েন্দা-মতিঝিল বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুল মজিদকে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।
একই আদেশে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান সরদারকে গোয়েন্দা-উত্তরা বিভাগে, মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন মীরকে গোয়েন্দা মতিঝিল বিভাগে ও শেরেবাংলা নগর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. শাহ্জাহান মন্ডলকে ধানমন্ডি থানার নিরস্ত্র পুলিশ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।
এ আদেশে অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।